PRINCIPAL'S MESSAGE

শিক্ষা ও সংস্কৃতির রুপান্তর ও বিকাশে জামালপুর জেলার অন্যতম বিদ্যাপীঠ বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের অবদান অবিস্মরনীয়। শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া সহ অন্যান্য সহশিক্ষা কার্যক্রম এই প্রতিষ্ঠান সাফল্যের স্বাক্ষর রেখে আসছে। উন্নত জাতি গঠনে সুশিক্ষার বিকল্প নেই। দেশ ও জাতি গঠনে সুশিক্ষায় শিক্ষিত ছাত্রসমাজ সব সময়ই অগ্রনী ভূমিকা রাখতে সক্ষম। আর সেই সুশিক্ষা বা উচ্চশিক্ষার ভিত উচ্চ মাধ্যমিক স্তর। এই পর্যায়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা জীবন নির্দিষ্ট করার জন্য যথেষ্ট তৎপর হওয়া প্রয়োজন। এই কলেজের বিশিষ্ট গৌরবের উচ্চ মাধ্যমিক শ্রেনীর শিক্ষার্থীবৃন্দ। শিক্ষা মন্ত্রনালয়ের স্বিদ্ধান্ত ক্রমে ও সরকার ঘোষিত মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কলেজের শৃংখলা ও সুষ্ঠু পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে আমরাও কতিপয় কার্যকর পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করেছি। তাঁরই লক্ষ্যে মন্ত্রনালয়ের নির্দ্দেশ মোতাবেক আমরা কলেজের ওয়েবসাইট চালু করেছি। যাতে সব সময় সকল তথ্য পাওয়া যাবে। আমি আমাদের এই উদ্যোগের সাফল্য কামনা করছি। 

 
প্রফেসর পরিতোষ চন্দ্র দাস, 
অধ্যক্ষ, 
বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ,
জামালপুর।
E-mail: paritoshchandra58@gmail.com
Tel: 0982 256006
Mob: 01712 590390